মৌসুমী চৌধুরী
আগুন
হেমন্তের গমরঙা উঠোন সেঁচে
পাতা ঝরার গান বেজে ওঠে রূপকথা’র কলস্বরে।
আলোজ্বলা-মুখের মানুষেরা মিশে যায়
অরণ্যের সঘন ছায়া শরীরে।
রোদ-মরে-আসা শহর জুড়ে ওঠে নৌকো চাঁদ
সোহাগের উঠোনে স্বপ্ন আঁকেনি কোন বঙ্কিম ভ্রূ।
মিছিলে-মাথা-কোটা-দাবী-দাওয়াগু লো
কবে যেন জমাট সিমেন্ট!
মৃত মাছের চোখের মতো ঝুলে থাকে
সময়ের ঠান্ডা স্রোত!
তবু বাবুই শিল্পে কেঁপে ওঠে মঞ্চ
'মনের কথা' থেকে যায় মনের জরায়ু গভীরে।
ভাতের থালায় আগুন জ্বলে আর
পাকস্থলীর অন্ধকারে আগুনের শিব-তাণ্ডব।
আমার খুবই ভলো লাগলো
উত্তরমুছুননৌকো চাঁদটি ভারি সুন্দর। এমন করেই সেই নৌকায় পাল তুলে দিক আপনার কবিতারা
উত্তরমুছুনখুব সুন্দর লাগলো
উত্তরমুছুনমুগ্ধতা রেখে গেলাম।
উত্তরমুছুন