দুটি কবিতা : চিরঞ্জিৎ বৈরাগী

শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





চিরঞ্জিৎ বৈরাগী


তিনিও এখন ভিলেন

  

চাবির দামে একটি পলা কিনেছিলে
প্রাইস কম হওয়ায় ভেঙে গেছে
জোড়া লাগানো যায় না পলা

খেলাধূলা পার্ট অব দ্য লাইফ
ক্রিকেট আর দাবা একেই অভিন্ন

সবার পছন্দের ডিফারেন্স থাকে
তুমিও আলালের তাল মিছরী
দ্যাট'স এ সিম্পল ওয়ে, অব ইয়োর

যত কীর্তি খোদাই ছিল
তোমাদেরটাও কম চিনির নয়
যার মেসেজ, তিনিও এখন ভিলেন!



Next আগমনী
  

যদি পিঠে ছুুরির চিহ্ন গভীরতর
আর তাকে ফসকাবার হাজার চেষ্টায় ইডেন কিংবা সল্টলুট
বার বার fail & try এর পরেও fail
কিভাবে বুকে-মাথায় পুজোয় কেনা জুতোর আঘাত
এসব ভাবতে ভাবতেই অজানা মান-চিত্রে
পাথরের কোমর থেকে সফ্ট স্কিল
যা হয়েছে ভালোই, যা হবে....
এই সবুজ শহরের হার্ট চিরে এখনও সকাল-রাত আবর্তন
ভুলে যেতে যেতে ভুলতে পারেনি যারা
তাদের জন্যই next আগমনী!