স্মরণলেখ : হাসান আজিজুল হক

মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 






স্মরণলেখ : হাসান আজিজুল হক


বাংলা ভাষার অন্যতম প্রধান ঔপন্যাসিক ও
ছোটগল্প লেখক হাসান আজিজুল হক। ১৫
নভেম্বর ২০২১ তাঁর প্রয়াণ বাংলাসাহিত্যের
অপূরণীয় ক্ষতি। তাঁর জন্ম ২ ফেব্রুয়ারি ১৯৩৯
অবিভক্ত ভারতের এবং বাংলার বর্ধমানের যব
গ্রামে। দেশভাগের পর তাঁর পরিবার পূর্ব পাকিস্তান
চলে যান।

তাঁর টানটান লেখনী, অনবদ্য বর্ণনাভঙ্গি আমাদের
বারবার মুগ্ধ করেছে। 'ফিরে যাই ফিরে আসি'
আত্মজীবনীমূলক বই আমাদের তাঁর জন্মভূমি যব
গ্রামের কথা মনে পড়ায়। এছাড়া 'আগুনপাখি'
'সাবিত্রী উপাখ্যান' তাঁর উল্লেখযোগ্য উপন্যাস।
তিনি ছয়ের দশকের একজন প্রধান লেখক।
আজও তাঁর লেখা আমাদের প্রাণিত করে। ১৯৬০
সালে প্রকাশিত 'শকুন' গল্পটি তাঁকে প্রথম
বাংলাসাহিত্যে আলোচনায় নিয়ে আসে। যদিও
এর আগেও তিনি বেশ কয়েকটি ছোটগল্প এবং
কবিতা লেখেন। পরবর্তী সময়ে 'একজন
চরিত্রহীনের স্বপক্ষে' গল্পটি তাঁর আঙ্গিকে আলাদা
বৈশিষ্ট্য এনে দেয়। তাঁর উল্লেখযোগ্য অন্য গল্প
উত্তরবসন্তে, জীবন ঘষে আগুন, তৃষ্ণা, মাটির
তলার মাটি, খনন, ফেরা ইত্যাদি।

সাহিত্যজগতে হাসান আজিজুল হক বহু সম্মানে
সম্মানিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল,
বাংলা একাডেমি (১৯৭০), একুশে পদক (১৯৯৯),
অমিয়ভূষণ সম্মাননা (২০০৮, জলপাইগুড়ি), 
আনন্দ পুরস্কার (২০০৮), স্বাধীনতা পুরস্কার
(২০১৯), সাহিত্যরত্ন উপাধি (২০১৮)।

১৯৬০ থেকে ১৯৭৩ পর্যন্ত বিভিন্ন কলেজে এবং
১৯৭৩ থেকে ২০০৪ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন
বিভাগে অধ্যাপনা করেন।

১৪০০ সাল তাঁর মৃত্যুতে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে ও
শান্তি কামনা করছে।