1400 সাল পত্রিকা : কার্তিক সংখ্যা : সম্পাদকীয়

মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





সম্পাদকীয়
-----------------------

১৪০০ সাল একবছর পূর্ণ করল। আসুন এই দিনটি
প্রত্যেক লেখক বন্ধুদের সঙ্গে উদ্ যাপন করি।

অতিমারির কারণে আত্মীয়-পরিজন বিদায়ের
ব্যথা, উদ্বেগ এবং ইউরোপপ্রবাসী কন্যার জন্য
দুশ্চিন্তা ভুলতে ১৪০০ সাল ওয়েবজিনের শুরু।
অল্প কয়েকজন অগ্রজ, বন্ধু এবং অনুজ লেখকের
সাহায্যে এর আত্মপ্রকাশ। গত একবছরে এই
ওয়েবজিনটি ভালোবাসায় পাঠকধন্য হতে
পেরেছে এ পরম সৌভাগ্যের। পুনরাবৃত্তি করতে
চাই না। তবু সংক্ষেপে আরও একবার বলি, ১৪০০
সাল পয়লা বৈশাখ '১৪০০ সাল' পত্রিকার প্রথম
সংখ্যা প্রকাশিত হয়। সম্পাদকমণ্ডলীতে ছিলেন: 
অজয় দাশগুপ্ত, সুবোধ দাশগুপ্ত, জ্যোতির্ময়
গঙ্গোপাধ্যায়, হিতেন্দ্র মিত্র, অমিতাভ বসু এবং
তমাল মজুমদার। বহু লিটল ম্যাগাজিনের মতো
এটিও খুব দীর্ঘস্থায়ী হয়নি। কিন্তু অল্প সময়ে বেশ
কিছু ভালো কবিতা প্রবন্ধ এবং অণুগল্প, তখন এই
নাম ছিল না যদিও, প্রকাশিত হয়। 

কালের নিয়মে হয়তো বাবা অজয় দাশগুপ্ত এবং
বন্ধুদের প্রতিষ্ঠিত পত্রিকাটি ওয়েবজিন মাধ্যমে
আমার সম্পাদনায় প্রকাশিত হচ্ছে। বাবার বন্ধু
অনুজ বন্ধু আমার বন্ধু কবি-লেখকরা পত্রিকাটি
সমৃদ্ধ করে চলেছেন। ১৪০০ সাল এঁদের কাছে
ঋণী। এঁদের পরামর্শ, ওয়েবজিনের বিন্যাস কেমন
হবে, বেশ কয়েকটি লেখার আলোচনা ক্রমশ এই
পত্রিকাটিকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহ দিয়েছে।
স্বনামধন্য কবি সাহিত্যিকরা লেখা দিয়ে ১৪০০
সাল পত্রিকাটিকে মর্যাদাপূর্ণ করে তুলেছেন।
সম্পাদক হিসেবে আমারও একটা পরিচিতি
হয়েছে এ কম আনন্দের না।

দীর্ঘ প্রবাসবাসে, ভারতের অন্য রাজ্যে থাকার
কারণে দীপাবলি বা আলোর উৎসব আমার কাছে
শারদীয় উৎসবের সমতুল। অমাবস্যার অন্ধকারে
ফুটে ওঠা দীপশিখার মতো উজ্জ্বল হয়ে উঠুক
আগামী দিনগুলি। অতিমারি কেটে যাক। পৃথিবী
স্বাভাবিক হোক। একটু বেশি পরিবেশ সচেতনতা
আমাদের সংস্কৃতি ও শিক্ষায় জারিত হোক।

ওঁ অসতো মা সদ্গময়
তমসো মা জ্যোতির্গময়
মৃত্যোর্মামৃতং গময়
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

১৪০০ সালের প্রত্যেক লেখকবন্ধুকে দীপাবলির
শুভকামনা জানাই।