সিরিজ কবিতা : অভিজিৎ দাসকর্মকার

 




অভিজিৎ  দাসকর্মকার


সৌমি কবিতা সিরিজ

১]

এতো নিমগ্ন নজরে বিমর্ষ মনন
বাংলা গ্রামের উঠোনে সুদৃশ্য ক্লান্তি

এভাবে স্তবক আসতে চায়নি
এভাবে অঘোরে বাতাস বয়নি

তবু তিল অস্ফুট অধরে 
তবু হাসিটি নিরাভরণ

লিখেছি উদাস কপাল 
ভেবেছি আবেগ গভীর 

তাই শরীরে কতবার ঘুঘুডাক শুনেছি   
শিমুল গাছের পশম বাকলে সন্ধ্যে লেগে 
দূরে মেয়ে তুমি শান্ত, তবু
বৃংহিত ধ্বনি বয়ে আসে… 

২]

কেনো এভাবে তাকাও যখন সমুদ্র 
আসন্নপ্রসবা মঘা হৃদি, শাড়ি পাড়ে
এসে ধরা দেয় শ্রীপঞ্চমী ঢেউ
আঙুলের বাঁকে পান্না রং বোসে

সারা শরীরে কতো মোড়
প্রতিটা মেদভাঁজে শাল
প্রতিটা না-বলায় পিয়াল
প্রতিটা আঘাতে পলাশের সভ্যতা 

শামিয়ানা ছায়ায় লালিমা রস 
গড়িয়ে আসে স্বেদ জল হয়ে 

একটু উদাসীনতা যদি
দ্রাঘিমাসম হয়, তাহলে

ঋজু শব্দেরা কিনারার সাথে ছলাৎ করে
পায়ে এসে আশ্রয় নিলে, আলোকিত সকাল

ওগো কুম্ভনদী, 
চুলের দুপাশে শাণ্ডিল্য নেমে আসুক 
তোমার বুকের ক্ষতে আমি অম্বঋষি

৩]

অনেকটা হাওয়ার সমন্বয়ে বেজেছিল
যেনো মনভরা ভালোবাসার গাঢ় নীলিমা

কী অপরূপ আনন্দের প্রদীপ জ্বলেছিল 

সামনে প্রান্তিক নিসর্গ : ঘন আবেগ
অগুনতি ফুলের সুগন্ধি শরীর, যেমন 

যশোমতি হাতের রঙে শস্যক্ষেত : গোধূম
মিত্রবিন্দা হাসির রঙে সূর্যশখা : নক্ষত্র 

একবার প্রেয়সীর ইশারায় বলো
কলম, তোমাকে ভালোবাসি এক বুক

৪]

তোমাকে ভালোবাসতে বাসতে হারিয়ে যাবো
গোধূলির মাদ্রী হওয়ায়, তৃষ্ণার্ত বটও

সাদা কালো ছবির উঠোন ছড়িয়ে প্রেমিকা
তুমি আঁচল মেলবে
আমি অস্মিতায় গাঢ়

হাসির আদলে এক বিচিত্র তরঙ্গ 
আকাশের নীলিমায় বাঁধা থাকবে

পুনর্জীবন এবং অবসাদ

৫]

ভালোবাসবো বললে
দিগন্ত ছড়ায় আঁচল

ধূসরতাময় দেহ
বাঙময় ঠোঁটে তিল 

একবার ভেবে তুমি, কবিসম
পরেরবার খয়েরি হল শব্দ

চোখে কমললতার আগ্রহ বেষ্টনী 
ডাহুকডাকা দুপুরে, কবি তোমার গোসাঁই