পুনর্মুদ্রণ : নাসের হোসেন/গৌরাঙ্গ মিত্র

মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন


 




নাসের হোসেন


গোলাপি রঙের খরগোশ



পাথরের অযুত সম্ভাবনা চারপাশে বিছিয়ে রয়েছে
এখন এর উপর দিয়েই হেঁটে যেতে হবে, দু-দিকে
এত ঝাউ কোথা থেকে এল, প্লেনে চড়ে যাচ্ছিলাম
নির্দিষ্ট কোনো দেশে, প্লেন ক্রাশ করলো, সমুদ্রে
ডুবে গেলাম, কীভাবে যে সমুদ্র-সৈকতে এসে
পৌঁছলাম জানি না, এখন এই মোরামে বাঁধানো
পথ ধরে হেঁটে চলেছি, একটা গোলাপিরঙের
খরগোশ আমার দিকনির্দেশক, সে যেখানে
নিয়ে যাবে সেখানেই যাবো।
------------
কাব্যগ্রন্থ : লহমা



গৌরাঙ্গ মিত্র


গোপন চিঠি


একফোঁটা জল চাইলে যেখানে পাওয়া যায়
এক আকাশ বৃষ্টি,
যেখানে পাখির ডানায় রূপকথার জন্ম হয়,
যেখানে একটা মৃত্যুকে অবলুপ্ত করে দেয়
এক কোটি জীবন,
যেখানে প্রত্যেক রাত নিপুণ স্বপ্নের কারিগর,
যেখানে প্রতিটা অক্ষর অবিসংবাদী কবিতা লেখক,
যেখানে পুলের সামনে সব হিংসা নতজানু
সেখানে যদি এই গোপন চিঠি পাঠাতে চাই
Not found মোহর নিয়ে নির্ঘাৎ
আমার ঠিকানায় ফিরে আসবে।


------------
কাব্যগ্রন্থ : আরো বেশি পৃথিবী