দুটি কবিতা : রজতকান্তি সিংহচৌধুরী

শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 






রজতকান্তি সিংহচৌধুরী 


আকাশনদী

সন্ধ্যার আকাশ তার সবটুকু নিয়ে 
ঝুঁকে আছে নদীর ওপরে
ক্রমশ মিলিয়ে আসে আকাশের আলো


নদী তার বুক জুড়ে মেলে দেবে জড়ো করা আলোর কণা কি?


তোমার বৃষ্টি 

তোমার বৃষ্টি বকুলের মতো ঝরে
নগ্ন বুকের ওপরে মুখবিবরে
আমার, অঝোর বৃষ্টির সংগীত 
কাঁপিয়ে তুলেছে অস্তিত্বের ভিত


অন্দরে জ্বলে নিরুদ্ধ দাবানল 
বাইরে বৃষ্টি তারই আবরণ, ছল।