কবিতা : আমিনা তাবাসসুম

 







আমিনা তাবাসসুম 


এই মুহূর্ত 


বুকের ভেতর একটা দেশলাইকাঠি জ্বলে উঠল 
এই মুহূর্তে আমি কিছুই ভাবছি না 
ভাবনার ভেতর হেঁটে যাচ্ছে অসংখ্য ছোট-বড় গাছ 

মুহূর্তগুলো এগিয়ে যাচ্ছে খুব দ্রুত 
কতগুলো অজানা বছর 
কতগুলো অজানা ঘর 
এবং ভুলতে চাওয়া স্মৃতিদের মুহূর্ত থেকে 
গুড়িয়ে গুড়িয়ে চলছে ঈশ্বরের ভরসা 

রাতের বনফুলে কোনও আলোকিত জ্যোৎস্না নেই 
এখনও একটা দেশলাইকাঠি সমানে বুকের ভেতর 
জ্বলছে এবং জ্বলছেই 

অতঃপর- 
আমাদের কোনও সাধ্য নেই 
নিষ্পাপ বৈরাগ্য বুকের ভেতর চেপে রাখি