কবিতা : শুভদীপ সেনশর্মা

শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





শুভদীপ সেনশর্মা


শ্রীবুদ্ধ চরাচর 


আমার প্রণতি যা কিছু প্রণয়াদি গৃহে
স্থবির দেশের মাটি দূরত্ব নিঃস্পৃহে
ভেসে আছে প্রণত, নিয়তি সুদাম
এসেছে এসেছে দেখো বিরহিয়া ধাম

উল্লাসে হেঁটে যায় দ্বিঘাত বাসর
উল্লাসে ভেসে আসে বিনয়ের ঘর
তিসি ফুল ফুটে ওঠে জমি ধারে ধারে
নিরন্ন চেতনা ফেরে এ-ঘরে ও-ঘরে

চিরায়তে জমুক বালি, কন্ঠে আকুল
তোমার প্রণয়সুখে জলজ দুকুল
হিম ফিরে আসে, হিম ফিরে যায়
জলের কিনারে শ্রী নৌকো ভাসায়

••••

বিশুদ্ধ সাধনস্মৃতি স্বর্গে আরোহণ
মিশেছে মিশুক-স্বাদ শব্দময় ক্ষণ
বলিষ্ঠ নগরাধিপ কায়েম বিদুর 
তুমরিতে বেজে ওঠে নিঃস্ব পর সুর

এখানে অধিবাস, অবগাহন তলে
নিঝুম সন্ধ্যালোক ভেসে যায় জলে
গুমোট বাতাসে তমাল নীড় অবকাশে
প্রণতি মাধুর্যহীন এ-পাশে ও-পাশে

জটিল মেঘের শ্বাসে আচ্ছাদন শ্রী
এজমালি হাওয়ায় শ্রীধর বিশ্রী
চরাচর নিশাচর ডুমো এসরাজ
করতলে বেজে ওঠে আমার স্বরাজ