দুটি কবিতা : রাকা মুখোপাধ্যায়

 





রাকা মুখোপাধ্যায়


নুন বাড়ন্ত 

রাবিপ্রাজলের ডোজ আর পোস্ত বাটায় জুড়ে থাকে তোমার অহংকার 
বিচ্ছেদ দেওয়ালে খুন্তির ঠকঠক শব্দ
আছড়ে পড়লে
আলুনি সম্পর্কে নুন বাড়ন্ত 
পাতাঝরা ক্যালিগ্রাফিতে লেখা থাকে
ফেলে আসা সিসমহলের গল্পকথা।





হাইবারনেশন 

ইনবক্সের চূড়ায় তোমার নাম
আর চোখ ফেরাতে না ফেরাতে
ইমো মেসেজের চালাচালিতে
সোশ্যাল মিডিয়াও প্লেস দিয়েছিল
ডিসপ্লে টপারে...

ঝরাপাতাদের মরশুমে 
প্রেমও বুঝি হাইবারনেশনে
পায়ে চলা পথে শুধুই এখন
 মচমচ শব্দ ভেসে আসে
নোটিফিকেশনে বিশেষ 'লাভ' আইকনটি
এখন অনেক নীচে...

হারিয়ে গেছে কচি পাতাদের ভীড়ে
নতুন বসন্ত দেখবে বলে...