দুটি কবিতা : বর্ণজিৎ বর্মন

মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 






বর্ণজিৎ বর্মন


সৃষ্টির হিসাব 

যুগের হুজুগ 
নতুন পথ সৃষ্টি করা 

সবাই লেগে পড়েছে
নিজের নিজের মতো পথ বানাতে 
এ পথ অভিনব পদ্ধতিতে গঠিত হবে নিয়মাবলি-

স্বতন্ত্র । এটা এমন একটা বস্তু 
তা কেউ কোনো দিন দেখেনি চোখে 

শুধু অনুভব আর সেরকম এরকম ভাবনার 
জল মাটি দিয়ে 
পটভূমি সৃস্টি করতে গিয়ে 

কেউ মসৃণ 
কেউ এবড়ো খেবড়ো 
কেউ পিচঢালা 

তা দেখে আবার 

কেউ কেউ নুড়ি বিছানো পথ বানালো 
নিজেকে আলাদা কারিগর হিসাবে 
প্রতিষ্ঠা করতে ।

কার জন্য?
মানুষের জন্য-

নুড়ি বিছানো পথে মানুষ নামক আজিব প্রাণী কিছুদিন 
হাঁটলও 
কিন্তু কেউ কমফর্টেবল ফিল করল না 

জন সমুদ্রে উঠল ঢেউ 
ঢেউ আর ঢেউ 

এ পথ নয় 
এ পথ নয় 

শুধু স্বতন্ত্র হওয়ার কৌশল মাত্র ।
কাল আর কালন্তরে
সব হিসেব নেবে




ভেঙে যাওয়া  থেকে 

আবার একটি সকাল এলো
মা -অনেক মা -

ভেঙে যাওয়া  খুদকুঁড়োগুলো 
রান্না করে 
সংসার জোড়া দেয় 

একটি হাসি উপহার পেয়ে 
গাছেদের আনন্দ আর ধরে না রে

ওরা দেখো মরে যেতে যেতেও 
দুটি ফুল দুটি বীজ 
ফেলে রেখে যায় 

এ মহাকালের বুকে -
যা প্রতিটি সকালে 
একটি স্বপ্ন গাছ মাতা 
হয়ে ওঠে