কবিতা : মন্দিরা ঘোষ

 





মন্দিরা ঘোষ 

মাটির অন্নপূর্ণা 


১.
একখানি নিবিড় গ্রাম
আষাঢ়ের কাদাজলমাখা
ছেয়ে আছে ঘাসলতা ধানের শিশির 

যতো সহচরী  জলহাঁস
অশ্বত্থের পাতা
যতো দাওয়া ঘেঁষা দুপুরের
 কুহু ডাক আনচান
ঘিরে আছে আলোর আকাশ

একটি নক্ষত্র জ্বলে দিবারাত্রি ফুঁড়ে
সে আমার  মাটি
 সে আমার মা

২.
অন্নপূর্ণা মা আমার
দু-হাত পুড়িয়ে রাঁধেন ষোড়শ ব্যঞ্জন

ভরা সংসারের টলটলে জলে
 ভিজে যায় পা
 আলতারং গলে গলে পড়ে
মেঘকালো জলের চাতালে

অবুঝ কন্যাটি মুখ গুঁজে
মায়ের গন্ধ শোঁকে জলের অতলে


৩.
দেয়ালে ধানের ছড়া
দু-পাশে লাজুলকলতা সোঁদালের বন 
 জলটিপ কাচে শালিখের ভাষা
 এঁকেছ দারুণ  দিনে

 প্রত্নউঠোন জুড়ে বালুচরি রোদ
একমনে সাজিয়েছ কথা ও কাহিনি

ধূপগন্ধ আলোর নির্জনে
সন্ততির দুধে-ভাতে কামনা কাজল

সন্তর্পণে মুছে রাখো সিঁথির শিশির  
 সাদাতে সরব তুমি একা সহচরী 

 
৪.
সারাদিন ঝিরিঝিরি ঝরঝর
আয়নাপোশাকে ঢাকা সবুজের গ্রাম

জলের শেমিজ পরা মেঘের কিশোরী 
ভেসে যায় ছায়া ফেলে ফেলে
জলস্বরে মাখামাখি ওড়নার কাচ

একখানি আষাঢ় কলম
লেখে আর লিখে যায় 
জলভরা কিশোরীর বর্ষাউবাচ



৫.

দিগন্ত সরিয়ে ওই মেঘের কিশোরী
ভেসে যায় আষাঢ় বিভ্রমে
দু-হাত অবুঝ ভরে 
গান আঁকে জলের গভীরে 

নিজেকেই সাক্ষী রেখে বুকে