কবিতা : রাখী সরদার

শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 









রাখী সরদার


চণ্ডালকন‍্যা


কিভাবে বোঝাব? হে চণ্ডালকন‍্যা
কবিতা আমাকে যত নিঃস্ব করে
তুমি আরও অধিক ভেঙে চুরমার করো ।

কি লিখি,কেন বা লিখি
নিঝুম বন্দর থেকে উড়ে আসে
কত প্রশ্ন, প্রতিপ্রশ্ন।তার উপর
তুমি মহাশ্বেতা আমাকে পুণ্ডরীক ভেবে বসে থাকো মহাকাল ধ‍্যানে!
আমি তো আদ‍্যোপান্ত শিকারি তোমার কুমুদ বুকে  দেখি খেলা করে
সোমত্ত সারস।কবিতা তখন
যেন কিরাতের বেশে পিঠে নেয়
প্রণয়ের তূণ।

স্বপ্নভূমি যত হু হু হোক... ,তুমিও
প্রবল উদভ্রান্ত,প্রমত্ত আঁচল খুলে
ডুব দাও সমূহ অস্থিরে।

তারপর, কত যুগ চলে গেছে
মেঘ নেই, বৃষ্টি নেই, লেখা নেই
ষড়রিপু খাঁ খাঁ...
রুক্ষ, ব‍্যথাদীর্ণ চৈত্র পরে
মাঠে মাঠে সন্ন্যাসী তরমুজ‌।তাতে
খুঁজি মোহনীয় ওষ্ঠ রসতাপ...

এসব নিছক ভ্রম

হে চণ্ডালকন‍্যা, কিভাবে বোঝাব!
কবিতা আমাকে যত নিঃস্ব করে
তারও অধিক শূন্যে
তুমি ছুঁড়ে দাও  বালা...

                  ----*----