কবিতা : ছাব্বির আহম্মেদ

মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





ছাব্বির আহম্মেদ


সমস্ত দেওয়াল ধ্রুবকীয়


প্রবল সম্মোহনের পর 
কয়েক বোতল জল খেয়ে নিজেকে সতেজ করেছি
পরিস্রুত ও মিনারেল প্রয়োগ করে ধোকার মাত্রা কমানোর একটা বৃথা প্রচেষ্টা মাত্র

সমস্ত পৃথিবীর বেদনাকে একত্রিত করে 
দুমুঠো ভাতের আশায় বেরিয়ে পড়তেই হবে

বিরহ
কাতর
পোড়া মন
এসব ব্যাপারগুলো একটু স্বশাসিত হয়ে পড়ে
তবে সব ছেড়ে গা ঝেড়ে ওটাও কঠিন কিছু না

মায়ার উপর তুলি টানে রাজনৈতিক প্রচারে নামলে ব্যাপারটা ক্লিয়ার হবে
"সমস্ত দেওয়াল ধ্রুবকীয়(2021)"

থুড়ি 
আমি কোনো রাজনৈতিক নেতা নই
দুয়ারে বসা এক পোড় খাওয়া পথিক মাত্র