দুটি কবিতা : পৌলমী ভট্টাচার্য

শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





পৌলমী ভট্টাচার্য


হার্বসগুলো এলোমেলো ,অথচ ...


রোদের গোপন সেলিব্রেশন  ,
আদুরে মেঘের পাঁচালি লেখা
গোপন শার্টের কলারে  -
এক চিলতে ব্যালকনি উঁকি মারে
দু'ইঞ্চি উন্মুক্ত বুকের জমিতে,

হার্বসগুলো এলোমেলো, অথচ
আহ্লাদে কিঞ্চিৎ  -
শেমলেস  ...

পটুয়া পাড়ায় ঢল নেমেছে
যে আঙুলের গমক ,
সে উপন্যাসে পাতা ওল্টায়
রক্তকরবীর গীতিআলেখ্য,
তোমার বোতাম বেয়ে সন্ধ্যা নামলে
নির্যাস রাখি আমার নীলাভ আচলে ।।

          

মেহফুজ উপত্যকা ঘিরে...


তিব্বতজাত সিন্ধু
প্রত্নোচ্ছল ইতিহাস  ; আমি
যৌবন রাখি
সনাতনী কোটি দেশে,এদিকে

বহমান স্থানাঙ্কের নির্দেশিকা জারি
আমার মেহফুজ উপত্যকা ঘিরে,
কবি অবয়বের মধ্যযাপনে মিথুনের মনসংযোগ ঘটে
আকার মাত্রিক তালে  ,
শাণ্ডিল্য শক্তির সুরেলা নিনাদে
চারুকেশীর অবাধ বিচরণ

পারশি আবেস্তায় শব্দকলম গর্জে ওঠে  ...

নদী-স্তুতি উচ্চাকাঙ্ক্ষায় সরগরম,
কবির গভীর শ্বাস বায়ুতে
মিথুন মন্দাক্রান্তা  ছন্দে ভিজতে থাকলে
মকর বলয়ে বর্ষা নামে  -

হিন্দোল মধ্যযামের মার্গে সুর ছড়ালে
হিন্দুকুশের বুকে জন্ম নেয়
দ্বি- রাশির স্থাপত্য   ।।
ভিগি ইয়াদে তখনও আমার
স্বেদন জলে গ়জ়ল মাখে   ।।