কবিতা : চন্দ্রদীপা সেনশর্মা

বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 






চন্দ্রদীপা সেনশর্মা




অম্বুবাচি...গোধূলি সন্ধে বইঘরে একাকী
-----------------------------------------------------

বৃষ্টি শেষে অপরাহ্ণ ভিজে ভিজে দেয়াল
সন্তাপ ঢেকে এঁকে দিচ্ছে আলো
উঁকি ঝুঁকির শূন্য আকাশ খোলা জানলায়
ব্যস্ত পাখির অভিগমন...
------------
বিকেল, ৫.৫৩

আমিও কি ভিজে যাচ্ছি অপরাহ্ণে

সোঁদা গন্ধ এবং দেয়াল শুকনো হচ্ছে রোদে
উনুনে আঁচ    ধোঁয়া উড়ছে   ঘরে ফিরছে পথ...
----------
 বিকেল, ৫.৫৮

ফিরে গেছে মেঘ
বৃষ্টি রেখে...
---------
বিকেল, ৬.০২

ভিজে যাচ্ছে চোখ মন
আগুন আনো সেঁকি...
-----------
বিকেল, ৬.০৯

মুখোমুখি আলো অন্ধকার...
----------
বিকেল সন্ধ্যার সম্মিলন, ৬.১২


সঙ্গীর খোঁজে একাকী কাক ডেকে উঠছে...
-----------
বিকেল সন্ধ্যার সম্মিলন, ৬.১৩

জানলা থেকে ঘরে ফেরে চোখ
কী আশ্চর্য মায়া খেলছে...
------------
বিকেল সন্ধ্যার সম্মিলন, ৬.১৬

নরম আলোয় শুদ্ধ মল্লার
পুনর্বয়ন বৃষ্টির স্বপ্নের
আর্দ্রা ছুঁয়ে মিথুন রাশি...
------------
বিকেল সন্ধ্যার অন্তিম সম্মিলন, ৬.১৮

তিনবার বেজে ওঠে শঙ্খ...
প্রদীপ জ্বালো...শুভ সন্ধ্যা...
-----------
সন্ধ্যা, ৬.১৯

শুক্ল আকাশ শূন্য অবকাশ...     
-------------
সন্ধ্যা, ৬.২১

কার্নিশ দেয়াল বৃষ্টিভেজা ছাপ
বলছে বুঝি তোমার অনুতাপ...
----------
সন্ধ্যা, ৬.২৪

বর্ণলিপি কালো রঙে রজস্বলা আজ
জিভে তুলে আনে লজ্জা
মুছে ফ্যালে আলো নিজেকেই
বীজ বপনের ইচ্ছায়...
------------
সন্ধ্যা, ৬.২৮

মুখর পাখি কেউ কেউ শালীন স্বপ্ন বুনছে...
----------- 
সন্ধ্যা, ৬.২৯

এখন আমি বৃষ্টির কথা ভেবে যাব
ভেবে যাব মেঘে ঢাকা শুক্ল চাঁদের কথা
অন্তঃসত্ত্বা হয়ে উঠবে স্তব্ধ কান্না...
--------------
সন্ধ্যা, ২০২১, ৬.৩৫