কবিতা : দীপিতা চ্যাটার্জী

মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 






দীপিতা চ্যাটার্জী


সঠিক গতিপথের নিয়মে


ধবধবে সাদা চাদরে মোড়া শয্যা মেখে
কাটাছেঁড়া অসহায় শরীরটা নিথর
অবাঞ্ছিত পাশফেরার প্রতিটি মুহূর্ত ভয়ে কাঁটা
লবণাক্ত জলের বিন্দুগুলো ধীর গতিতে নেমে আসছে সরু পাইপ বেয়ে
আধ বোজা চোখ খুলতেই কোনো এক অজানা পিপাসার আর্তনাদে 
কাতরে ওঠে শুষ্ক ঠোঁট দুটো!
কিন্তু সময় এখনো বাকি!! তাই ভেজা তুলোই মহাপ্রসাদ সম।
গতি নিয়ন্ত্রণের ফলস্বরূপ লবণাক্ত জলের বহমনতাও নির্ভরশীল-
ঘোলাটে ওই উল্টানো বোতলের দিকে তাকালে স্কেলিটনের কাঠামো ভেসে ওঠে
অবিরত-
আতঙ্কিত সারা শরীরে ব্যথা উপশমের পথ্য বয়ে চলেছে রকমারি!
প্রতিটি মুহূর্ত যেন  গোটা গোটা দিন।
 যখন পৃথিবীর আনন্দ কুড়িয়ে বাড়িয়ে সমহিত দুচোখ স্বপ্নের গুলাল মেখে 
তখন কাচের বাইরে তাকাতেই এক আচমকা ধাক্কা!!
ঘোলাটে প্রকৃতি তার ধোঁয়াশায় বুঝিয়ে দেয়, সেও সুস্থ নয়
লবনাক্ত জলের ঝাপটা তার সর্বাঙ্গে!
তাই তাড়াহুড়ো নেই. . .