গুচ্ছ কবিতা : শান্তনু ভট্টাচার্য

মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 




 শান্তনু ভট্টাচার্য 


প্লেটনিক অভিমান 

                       
অন্ধকারে একটা টেবিলের ওপর 
মোমের মতো গলে গলে পড়ছে  শরীর 

বৃত্ত-আলোর মাঝে মাদকীয়লাস‍্য
আকাশে বাতাসে ভাসছে নিষ্প্রাণ উড়োচিঠি

ভালোবাসা আত্ম অবরোধে যায়...
নাক্ষত্রিক বিলাপে।



ইস্তফা


উত্তরের কোণে জমে আছে হিম
অনুষঙ্গে মৃত ভালোবাসার ভান
স্তূপের মতো নির্বিকার ছলাকলার শোক।

পূবের যেটুকু আলো--দিয়েছি পাখির বাসায়
বলয় জুড়ে  প্রাগৈতিহাসিক কালো।শুধু সংস্কারের
ঝকঝকে তলোয়ার প্রজাপ্রতির মতো বিচরণ।

পশ্চিমের হাওয়া স্থির,না-বদলানো পৃথিবীতে 
এলোমেলো মুর্তি ছড়িয়ে ছিটিয়ে অভিব‍্যক্তিহীন।
অসমাপ্ত কবিতার প্রসববেদনায় পথজোড়া ব‍্যারিকেড।

দক্ষিণের জাহাজঘাটায় বেজে গেছে লাস্ট বেল,
আমার শৈশব তারের চাকা,কলকে ফুলের মধু নিয়ে 
বিদায় সালাম দেয় হাত নেড়ে।

এরপরও ছ-ছটা কোণ বাকি থেকে যায়-
যেখানে সব পরিক্রমা শেষে শুধু তোমার কাছেই 
রেখে যাব.... যাবতীয় ইস্তফাপত্র...



প্রত‍্যাঘাত

               
আজকাল অনেকেই প্রশংসা সামনে রেখে 
পিছনে পিছনে নিন্দায় ভরে দিয়ে যায়।

কেউ কেউ  দাবিয়ে রাখতে না পেরে
গোপনে গোপনে শেষই করে দিতে  চায়।

আমি যিশুর করুণা মুখে নিয়ে 
শালপ্রাংশু দাঁড়িয়ে থাকি।
পাতা ঝরিয়ে ছালবাকল খসিয়ে আরও ভীষণ ভাবে 
নগ্ন হয়ে  যাই...