দুটি কবিতা : বিশ্বজিৎ দাস

শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 






বিশ্বজিৎ দাস



সাধঘর

সাধঘরে বসতে ইচ্ছে হল, ঠান্ডা স্রোতে
সাদা কাপড়ের শায়রে রয়েছে শব,
লাশঘরে বসতে ইচ্ছে হল, আর্তনাদ
শুনে শুনে বুনেছি ঘৃণার অবয়ব

পৃথিবীর পোশাক বদলে দেখব তোমাকে
চারিদিকে মানুষ দেখি না, অসহ্য রক্ত ও হাড়ে
প্রস্তাব এসেছে বারবার; ঘোরে কঙ্কালে

মোহভঙ্গের নগরে বিরতি নিয়েছি,
মর্গের শৈশবে রাখি প্রলাপ প্রণয়
দুঃখ পুষি, আপেলের মতো শিরদাঁড়া
আমাদের অসাড় শরীরের চমক

মধুস্বরে ডাকে অভ্যাসে, বড়শির ফাতনা
মোহভঙ্গের আগে শেষবার আসি হাসপাতালে
ওখানেই কিছু জন্ম ছিল, বুদ্ধ পাপে...


গোখরা


দোহাই বছর ঘুরবে এভাবেই আর
তোমার চোখের ঝুমকো বাজবে সারারাত

শরীরে বয়স আসে। কেন বাজার বসে না
দুটি পা ফেলেছ কচি ফুলে;
দেখো মা, আবার সেজো না সন্দেহে! কু-বাসনা,
মিটিয়ে ফেলেছ এতদিনে!

হাঁটুর বিরহ দিলে ঘুমচোর রেখা
প্রতিটি ভবন যেন সুগন্ধি গোখরা

এই দিকে শোনো,
শরীরসম্ভব আলো; তোমাকে হরণ করি
রাবণের ভালো...