কবিতা : অসীম শীল

মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





অসীম শীল


দখিন দুয়ার খুল


দখিন দুয়ার খুলে পা বাড়ালে
ঝরাপাতার মর্মর ধ্বনিতে হলে উন্মনা
ডাগর দুটি চোখ নিখুঁত ক্যানভাসে
আঁকলে অপূর্ব সম্মোহন

আদিবাসী পাড়ায় মত্ত কিশোর কাঁধে 
তার ধামসা মাদল 
মহুয়া আরকে চুঁইয়ে পড়ে অনুভবী গান
শিকড় সন্ধানী যাপন জ্যোৎস্না অম্লান

মোলায়েম শব্দ বুননে সে এক অন্য নেশা
চরাচর জাগালে কথ্য ভাষায় কী তার বাস
না থেকেও থেকে যায়  সবুজ আভাস ।