দুটি কবিতা : সঞ্জীব পাল

মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 








সঞ্জীব পাল


চুমু 


সেদিন  জ্বরে  মলিন  ছিলে তুমি
তিরতিরে বুক, শিরশিরে হাত পাতা।
ঝিনুক ঝিলিক খেলছে তোমার চুলে
আলতো আমার আঙুল ধরেছিলে।

আমার হঠাৎ জ্বর হল তখুনি
একশ' পশুর দাপাদাপি বুকে।
পারদ সীমা বিপজ্জনক রাগে
এমন পাগল হইনি কেন আগে।

ছোটোগল্প থেকেই উপন্যাসের
গলি এবং রাজপথেরা  আসে।
অধর তখন ওষ্ঠ ছুঁয়ে গেলো
সব সীমারাই ভাঙতে ভালবাসে।



মনখারাপ 

কারণ কিছু অলিখিত খাতায়।
কখন যে সে ভূত চেপেছে মাথায়।
মনখারাপের  ধরন
এখন বলা বারণ

মেঘ ঘনালে কারণ খুঁজে লাভ কী?
মুশকিলটা আসান হলে আর কী?
নিম্নচাপের বেলা
দোষ চাপানোর খেলা।

কাটাকুটি  যতই আঁকিবুকি
জানি ওসব খেলতে থাকা টু কি।
এক লহমার রোদ
সব কিছু শোধবোধ।