কবিতা : পার্থ সারথি চক্রবর্তী

শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 











পার্থ সারথি চক্রবর্তী 


আলো আর আলেয়া



আলো আর আলেয়ার মাঝে এক সুড়ঙ্গ 
প্রতি বাঁকে বদলে যাওয়া আবহাওয়া 

পূর্ব প্রস্তুতির বিজ্ঞাপনে মুড়ে বিক্রি হতে থাকে
                     শ্বেতপত্র আর ইস্তাহার

বিন্দুতে বিন্দুতে লেগে থাকা শিশিরবিন্দু 
আসলে আমাদের অনুভূতির প্রহর,
চোখের কোণের হাসিও আদতে-
আমাদের সঙ্গমের পথের বাধা,
এক এক করে কুড়োনো নুড়ি।

আলো আর আলেয়ার মতোই।
............