কবিতা : সোমনাথ রায়

শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 







সোমনাথ রায়


 

খিদে                 


তোমাকে বিশ্বাস করি—এটাও অভ্যাস

দিনে দিনে পৃথিবীটার তো ভেঙে চৌচির অবস্থা

—কোথায় যে এর শেষ

     কারও জানা নেই!  



পাহাড় জঙ্গল

মাটি থেকে জল

আকাশ পর্যন্ত ছেঁড়া কুচিকুচি—

কোথা থেকে কে সেলাই করা শুরু করবে

                        ভাবতে হয়



জলচর ও খেচর

সমস্যার বাইরে।

ভাষা এবং স্বভাবের একতায় মুক্ত পশুরাও।      

শুধু মানুষের মুখে কাঁটাতার, পায়ে শকুনের রক্তচোখ

ছাড়পত্র দিতে পারে না তাদের ভাষা

          বর্ণ ও ধর্মের তীব্র অভিশাপে অভিশপ্ত তারা!



আজ দেখি, নতুন বিভক্ত প্রথা, নারী ও পুরুষে

                             সহ্য করে ভূমণ্ডল।


পর্দা 


অন্ধকার

খিদের গোঙানি ভেসে আসে

অন্ধকার ঢেকে দেয় সমস্ত বেষ্টনী

খিদে গ্রাস করে যাবতীয় ভয়

খিদে শিক্ষা চায়

খিদে ভালবাসতে চায়

অন্ধকার পার হতে চায় খিদে।


খিদে পারে পৃথিবীকে জোড়া দিতে মানবতা দিয়ে।

          -------------------