কবিতা : অমিত চক্রবর্তী

শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





অমিত চক্রবর্তী


কিভাবে আমি উদ্ধার পাই


 

আরব্য রজনী নিয়ে আমার একটু দুর্বলতা আছে

কেউ কতদিন আমায় গল্প শোনায়নি

মায়ের বা ভালবাসার, এদিকে

মাথার ওপর সেই রক পাখি,

প্রশস্ত ছায়া তার, রক না টেরোড্যাকটিল

দীর্ঘ ছায়া, শিকারি রক, আমি সার্চলাইটে,

আমি মাঝখানে ধাঁধা আলো

সবাই সূর্য দেখছে – বর্ণালি, রঙধনু ছটা

আমি মেঘ, কম্পমান, দৌড়ে পালাই ছায়ার বৃত্তে

আমার প্যানিক অ্যাটাক

 

হঠাৎ –

হঠাৎ তুমি ফোন করে, কোনো কারণ নেই

তবু ফোন করে,

খানিকটা সঙ্কোচ অথবা ভালবেসে,

“তোমাকে একদিন মায়ের কথা বলব,                                                                                 

শোনাব আমার মায়ের গল্প

শুনবে”?