কবিতা : শমিত মণ্ডল

মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 






শমিত মণ্ডল


বিকেলের রামধনু



রামধনু বা রংধনু--- যাই বলি না কেন, জিনিসটা একই
আছে। ছোটবেলার মতো এখন আর ঘনঘন দেখতে 
পাই না রামধনু।মেঘ আর রোদের লুকোচুরির মধ্যে
আকাশ জুড়ে রামধনু ফুটে উঠত।মনে হয়, 
সেও আমাদের সাথে খেলতে চাইতো লুকোচুরি। আমরা তখন
মাঠে জমে থাকা পায়ের-পাতা ডোবা জলে বল খেলছি।
ঘাসের আগায় জমে থাকা এককণা বৃষ্টি-জলে ঝিকমিক
করছে অস্তসূর্যের আলো।
অনেক পরে, আমাদের লাবণ্য-মঞ্জরিত ভালবাসার সাথেও জড়িয়ে ছিল সে--- বিকেলের রামধনু।