কবিতা : বাদল ধারা

মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 






বাদল ধারা


বিশ্বব্রহ্মাণ্ড × শূন্য 

~

শোকসভার দিকে যাচ্ছি ~ আর ভাবছি, রবীন্দ্রনাথ 
পুরো প্রজন্ম, শূন্য ~ আমরাও, শূন্যের দিকে যাচ্ছি,
সমস্ত মাত্রা থেকে ~ এই অদৃশ্য হওয়ার ~ প্রবণতা, 

ঐ নীল উদ্যান ~ কিংবা, শনির বলয়
অজস্র ক্ষত নিয়ে ~ হেসে থাকা চাঁদ,

কিংবা, কিছু ভগ্নাংশ, বারবার ~ ফিরে আসে

সকল যোগাযোগ ব্যর্থ  হয়েও ~ কোথাও কোথাও, 
গড়ে ওঠে নিবিড় বায়ুমণ্ডল ~ স্বতঃস্ফূর্ত ভালোবাসা

শূন্যের সাথে ~ যত অসীমতা, গুণ হোকনা কেন 
অবশেষ তা ~ শূন্যই থেকে যায়,

কিছু কিছু জোড় ~ অস্বাভাবিক, বিজোড় হয়ে ওঠে,