চন্দ্রনাথ শেঠ
*| পোস্টকার্ড ও রিংটোন
তখনও ঝিলের পাড়ে ঘাস। তখনও ঘাসের দানায়
কালো-গোটা চিঠির অক্ষর..
খুঁজে পায় নওলকিশোর...
সারাটা মধ্যাহ্ন জুড়ে আকাশের লম্বমান ছায়া।
অভিধান খুঁজে দেয়--শব্দ : বেহায়া। তখনও লেটারবক্স--উইপোকা মাটির বাসায়
বক্ষোভারি-পোস্টকার্ড 'হ্যাঁ আশমানি খাম..' কখন পিয়নকাকু : 'এসো গো...' সবুজ-জংলি -পথে খাকি শার্ট জ্বেলে দেবে আমাদের নাম
এখনও মেসেনজারে কখন ঘনিয়ে ওঠে মেঘ। উড়ে আসে সরাসরি প্রিয় রিংটোন : 'নেটওয়ার্ক প্রবলেম...'
*| মেঘলা মেয়ে
একখানি ব্লেড হাওয়া বাড়ায় মেঘেরনলি কাটবে বলে
রক্ত তখন আবছা স্মৃতি শিরায় রেখে চলে যাচ্ছে
মুঠোয় ভরা তপ্ত তালু চিবুক ছোঁয়া আবছা তিল
গন্ধ ভাসায় বাদল দিনের কদম্বেরই স্পষ্ট স্মৃতি
'মুছতে এসো'..ডাক দিয়ে যায় আকাশ ভাঙা মেঘের দল
'অসম্ভব..' সে রঙের দাগে দু-হাত দিয়েও বিফল হই...
তার চেয়ে থাক মেঘলা-মেয়ের সাক্ষ্য-সাকিন এক আকাশ
বজ্রপাতের আলোয় পোড়া..কাঁদায় সে মুখ-- 'আবার চাস!'
*| কাঁচাদেখা
ওরা কী কাকদ্বীপ চলে গেল
ভোর ভোর
এ্যাম্বুলেন্সবাহী টগবগে ডোরাকাটা।
কালোকাচে ---কুয়াশা চাদর
' শুভ দেওয়ালির দিয়া... '
ওরা উদ্ভিন্নযৌবনা চায়--হুগলির।
কাঁচাখেকো কন্ট্রাকটার--দিনরাত এক
করে গড়ে তোলে সভ্যতার ইমারত
' দু-হাতে ভরিয়ে দেবে--দেখ...'
বাড়িতে বিরহে কাটে : একবেণী হিয়া...
*| গাজন সন্ন্যাসী
গাজন সন্ন্যাসীর মতো দুপুর। নুন বৃষ্টি , কাঁটা
বৃষ্টি সারা শরীরময়...
'হাতজোড়া মাপ করো'-শুনতে শুনতে পথে
নামে চিরঞ্জীবী ভয়।
সেই অলীকের শরীর তখন বঁড়শি দিয়ে গাঁথা
গাজন সন্ন্যাসীকে সব চড়কগাছে ডাক
চৈত্রদিনের ধূলিমুঠি যত্নে রাখা আছে...
জ্বলন্ত অঙ্গারে ঝাঁপ--ওই ২৫শে বৈশাখ
*| টগবগে স্কুটার
তুমি যাচ্ছো হুইলচেয়ার চড়ে
কলারটিউন বাজে -'ক্ষীরের পুতুল'
আমি তখন টগবগিয়ে স্কুটার
অফিসপাড়ায় বাজছে সাড়ে-দশ...
আমার পথেও রূপকথারই গাছ
অফিস বাড়ির ব্যাঙ্গমা-ব্যাঙ্গমি--
টেবিল জুড়ে জ্যান্ত মরা ফাইল
তেপান্তরে মুখোমুখি আমিই আমার-বস
*| সেরেনা
সেদিন ভোরের কাগজে সেরেনার বেবি-বাম্প।
বাৎসল্য উথলে ওঠে দুধের বাটিতে :" ওহো সেরেনা হোক্..."
'ছেলেরা জঙ্গি হয়...'
"জাঁদরেল ধর্ষক..."
khub sundor hoeche..erokom post aro chai..
উত্তরমুছুনপ্রাণিত হলাম।
উত্তরমুছুনKabita chati otyanto sundor.. Resh rekhe jai mone..
উত্তরমুছুনউদ্দীপ্ত হলাম, অচেনা পাঠক ।আমার ভালোবাসা নেবেন।
মুছুনlekha gulo khub sundor laglo....opekhaay roilam aro kichu post er..
উত্তরমুছুনচেষ্টা করব আরও ভালো লেখার। শুভেচ্ছা নেবেন।
মুছুনখুব সুন্দর।প্রতিটি কবিতা নতুন বৈশিষ্ট্য পূর্ণ
উত্তরমুছুনপ্রাপ্তি।
উত্তরমুছুনআলো হোক ভালো হোক--সকলের।
প্রতিটি কবিতাই তোমার নিজস্ব ঘরানার ছাপ। আঙ্গিকে বুননে তোমার স্বাক্ষর।
উত্তরমুছুনঅনুজের এই ভালোলাগা ইন্ধন জোগাল।
উত্তরমুছুনঅসাধারণ কবিতাগুচ্ছ।প্রত্যেকটি কবিতা ভিন্ন স্বাদৈ
উত্তরমুছুনজীবনকে স্পর্শ করে রেশ রেখে যায়।সুন্দর।
অসাধারণ কবিতাগুচ্ছ।প্রত্যেকটি কবিতা ভিন্ন স্বাদের। জীবনকে ছুঁয়ে রেশ রেখে যায়। সুন্দর ।
উত্তরমুছুনশুভেচ্ছাবাসা আপনাকে ।
মুছুনস্পন্দন রয়ে গেল
উত্তরমুছুনপরম প্রাপ্তি ।
মুছুনতোমার কবিতায় মগ্ন চৈতন্যের ছাপ। এলোমেলো ছবি জুড়ে গিয়ে অখণ্ড মূর্তি তৈরি হয়। খুব ভাল। তবে বুঝতে সময় লাগে। অনেক বেশি মনযোগ দাবি করে।
উত্তরমুছুনহক লিখেছ (অধ্যাপক হরেন্দ্রনাথ কোলে)। কবিতা তো পাঠকের মনোযোগ দাবী করবেই ।
মুছুন