তিনটি কবিতা~নাসের হোসেন

 নবরূপে১৪০০ সাল | | শারদীয়া সংখ্যা | 

নাসের হোসেন











১. চিল

টেবিলের উপরে  একটা ছোটো ঘনক, তার পাশে
একটা বীণাবাদক  বালকের মূর্তি, তারও পাশে
একটি চকিত আওয়াজে  ফিরে  তাকানো অশ্ব
একটা সাদা প্লাস্টারের হাত পড়ে আছে তার পাশে
দুটি অনন্ত ঘুমন্ত মুখ দেখা যাচ্ছে রয়েছে
তারও পাশটিতে,পেছনে ধূসর রেলিং , রেলিং - এর
ওপাশে আকাশ, সেখানে কতকগুলো চিল উড়ছে।


২. কাচ

আজব কাচের নগরীতে উঠে এসেছি, কত রকমের কাচ
একটাই শুধু বিশেষত্ব সেটা হল এই কাচ কখনো ভাঙে না
কোনো কোনো কাচের মধ্য দিয়ে পিছনের দৃশ্য 
দেখা যায় এবং কোনো কোনো কাচের মধ্য দিয়ে 
পিছনের দৃশ্য দেখা যায় না, মাঝেমাঝেই 
নিশ্ছিদ্র  নিস্তব্ধতায়  শোনা যায়  হায়েনার হাসি
এত হায়েনা এল কোথা থেকে,এত হায়েনা
উত্তর মেলে না, প্রশ্নগুলোই প্রতিধ্বনিত  হতে থাকে।

৩. কিছু অসমাপ্তি

যেতে পারো, তবু যেতে পারো না, এখন তুমি যে পরিসরে  
অবস্থান করছো সেখানকার সব কাজ সব কর্তব্য
সমাধা না করে তুমি যেতে পারো না, একটা পরিসরের
কাজ শেষ করে, সুষ্ঠুভাবে শেষ করে, তবেই পরবর্তী 
পরিসরে ঢোকা, তা নইলে সব কাজই থেকে যাবে অসমাপ্ত 
আর সকলেই  জানে, অসমাপ্ত  করে রাখা মোটেই
মানুষের  পক্ষে সমীচীন  কাজ নয়, তবু কিছু
অসমাপ্তি থেকেই যায়।