কবিতা : শুভাশিস গোস্বামী

শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন


 




আত্মধ্বংসী খেলা 
---------------------

শুভাশিস গোস্বামী 
----------------------

ছড়িয়ে পড়ছে বিষবৃক্ষের বীজ 
বিষের জ্বালায় জ্বলে যায় চরাচর 
নখর শানায় দুঃশাসনের হাত 
সারা পৃথিবীটা জতুগৃহ বনে যায়।

অপ্রেমে ভরা তুষারশীতল হৃদয় 
হিংসাশায়কে বিঁধছে পরস্পর 
ভেঙে ভেঙে যায় তোমার আমার ঘর 
ভালবাসাটাই ফেরার হয়েছে আজ।

মারণযজ্ঞে কেন এই মাতামাতি !
কী যে লাভ তাতে খতিয়ে দেখেছ নাকি?
শেষ হবে কবে আত্মধ্বংসী খেলা?
ভালবাসা কবে কণ্ঠলগ্ন হবে?