গুচ্ছ কবিতা : চন্দ্রনাথ শেঠ

শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 






চন্দ্রনাথ শেঠ


*| পোস্টকার্ড ও রিংটোন 

তখনও ঝিলের পাড়ে ঘাস। তখনও ঘাসের দানায়
কালো-গোটা চিঠির অক্ষর..
খুঁজে পায় নওলকিশোর...

সারাটা মধ্যাহ্ন জুড়ে আকাশের লম্বমান  ছায়া।
অভিধান খুঁজে দেয়--শব্দ : বেহায়া।  তখনও লেটারবক্স--উইপোকা মাটির বাসায়
বক্ষোভারি-পোস্টকার্ড  'হ্যাঁ  আশমানি খাম..'  কখন পিয়নকাকু : 'এসো গো...' সবুজ-জংলি -পথে খাকি শার্ট জ্বেলে দেবে আমাদের নাম 

এখনও মেসেনজারে কখন ঘনিয়ে ওঠে মেঘ। উড়ে আসে সরাসরি প্রিয় রিংটোন : 'নেটওয়ার্ক প্রবলেম...'




*| মেঘলা মেয়ে

একখানি ব্লেড হাওয়া বাড়ায় মেঘেরনলি কাটবে বলে
রক্ত তখন আবছা স্মৃতি শিরায় রেখে চলে  যাচ্ছে

মুঠোয় ভরা তপ্ত তালু চিবুক ছোঁয়া আবছা তিল
গন্ধ ভাসায় বাদল দিনের কদম্বেরই স্পষ্ট স্মৃতি

'মুছতে এসো'..ডাক দিয়ে যায় আকাশ ভাঙা মেঘের দল
'অসম্ভব..' সে রঙের দাগে দু-হাত দিয়েও  বিফল হই...

তার চেয়ে থাক মেঘলা-মেয়ের সাক্ষ্য-সাকিন এক আকাশ
বজ্রপাতের আলোয় পোড়া..কাঁদায় সে মুখ-- 'আবার চাস!'




*|  কাঁচাদেখা

ওরা কী কাকদ্বীপ চলে গেল
ভোর ভোর
এ্যাম্বুলেন্সবাহী টগবগে ডোরাকাটা।
কালোকাচে ---কুয়াশা চাদর
' শুভ দেওয়ালির  দিয়া... '

ওরা উদ্ভিন্নযৌবনা চায়--হুগলির।
কাঁচাখেকো কন্ট্রাকটার--দিনরাত এক
করে গড়ে তোলে সভ্যতার ইমারত
' দু-হাতে ভরিয়ে দেবে--দেখ...'

বাড়িতে বিরহে কাটে :  একবেণী হিয়া...


*| গাজন সন্ন্যাসী

গাজন সন্ন্যাসীর মতো দুপুর। নুন বৃষ্টি , কাঁটা
বৃষ্টি সারা শরীরময়...
'হাতজোড়া মাপ করো'-শুনতে শুনতে পথে
নামে চিরঞ্জীবী ভয়।

সেই অলীকের শরীর তখন বঁড়শি দিয়ে গাঁথা
গাজন সন্ন্যাসীকে সব চড়কগাছে ডাক
চৈত্রদিনের ধূলিমুঠি যত্নে রাখা আছে...

জ্বলন্ত অঙ্গারে ঝাঁপ--ওই  ২৫শে বৈশাখ


*| টগবগে স্কুটার 


তুমি যাচ্ছো হুইলচেয়ার চড়ে
  কলারটিউন বাজে -'ক্ষীরের পুতুল'
আমি তখন টগবগিয়ে স্কুটার

অফিসপাড়ায় বাজছে সাড়ে-দশ...

আমার পথেও রূপকথারই গাছ
অফিস বাড়ির ব্যাঙ্গমা-ব্যাঙ্গমি--
টেবিল জুড়ে জ্যান্ত মরা ফাইল

তেপান্তরে মুখোমুখি আমিই আমার-বস

*| সেরেনা

সেদিন ভোরের কাগজে সেরেনার বেবি-বাম্প।
বাৎসল্য উথলে ওঠে দুধের বাটিতে  :" ওহো সেরেনা হোক্..."

'ছেলেরা জঙ্গি হয়...'

"জাঁদরেল ধর্ষক..."