কবিতা : ঋদ্ধি ঘোষ

 




ঋদ্ধি ঘোষ


পঞ্চসিন্দুক




( ১ )
গন্ধহীন বনফুল অথবা রক্তগঙ্গায় ভেসে যাওয়া উত্তরাধিকার
এসব ভুলতে, অর্থহীন কেউ পাড়ি দ্যায় হিমগিরি পথ
অথচ কবেই নিশ্চুপে অমরনাথ গড়েছে জীবন !

( ২ )
আবক্ষ চরাচর-- সন্ন্যাস-বুকে নক্ষত্র নেমে এলে ;
আঁতুড়গন্ধ নবজাতক গঙ্গোত্রী'র গো-মুখ হয়ে যায়...

( ৩ )
পরিত্রাণ না পাওয়ার অসুখ কামড়ে রেখেছিল
দীর্ঘ--- অন্ধকার...
ঠোঁটের তিলে প্রাচীন তমসুক ; মাস্তুল ভেঙে ভাওয়াইয়া ঢেউ
চরাচরে কাঁকড়ার সংসার, রাঁধাবাড়া কামিনীআতপ... চাঁদের গহ্বর থেকে নেমে আসে বুদ্ধআলো !

( ৪ )
গোধূলির পেঁজা মেঘ, কাশফুল আর সাঁওতালি ঘর
শোলাফুলে ভাসে আশ্বিনচাঁদোয়া
ঝোলানো ঝাড়বাতি, ভাগীরথী সুখ
প্রজাপতি ডানায় ; লাল-নীল মনোস্কামনার আখ্যান।

( ৫ )
শঙ্খচিল নাকি নীলকন্ঠ
কাকে দিলে কাপাসবুক ?
শতাব্দী মুখোমুখি ! উড়ো মেঘ পাতালে নেমে গেলে,
ডুবোজাহাজের বিসর্জন কান্নায় সীরাজের মৃত কবর জেগে ওঠে...
উপাসনা গর্ভ থেকে আজানসন্ধ্যা ;
মন্দিরার মতো বেজে ওঠে ঐশীসুর...