সম্পাদকীয় ১৪০০সাল পত্রিকা: শারদীয় সংখ্যা ১৪৩০

 






সম্পাদকীয়


কথা যা সুখের মতো নিঃসীম নিরিবিলি, যা রাত্রির মতো গাঢ় কৌতূহলী, শতাব্দী অতিক্রম করে ভেসে আসে, শেষ হয়েও অনিঃশেষ। লিখতে গেলে কথা প্রয়োজন। বন্ধুত্বে কথা প্রয়োজন। ১৪০০ সাল শুরু হয়েছিল সাহিত্যচর্চা এবং বন্ধুত্ব, এই দুটি কারণে। যা পাওয়া গিয়েছে তা ভরা পানপাত্র। আমাদের দিনানুদিন অসুবিধে বাধা হয়ে দাঁড়িয়েছে, বয়স বাধা হয়ে দাঁড়িয়েছে। ১৪০০ সালও থমকে দাঁড়িয়েছে শারদীয় ১৪২৯ প্রকাশের পর। নতুন উদ্যমে বন্ধুদের ভরসায় শারদীয় ১৪৩০ প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। আনন্দের উৎসবে আমরাও সাধ্যমতো সাজিয়েগুজিয়ে পত্রিকাটি আপনাদের সামনে রাখলাম। গত শারদীয় পত্রিকা পাঠকধন্য হয়েছিল। আশা করি এবারও পাঠক আমাদের প্রতি সমাদর জ্ঞাপন করবেন।
যে বন্ধুদের বিশেষ উৎসাহে এবং প্রশ্রয়ে পত্রিকাটি আবার প্রকাশিত হল, তাঁদের জানাই অপরিসীম শুভেচ্ছা। উৎসবের দিনগুলো সবার আনন্দে কাটুক। প্রত্যেকের জন্য রইল শারদীয় শুভেচ্ছা।