অণুগল্প : চন্দ্রদীপা সেনশর্মা












 
চন্দ্রদীপা সেনশর্মা

রেজাল্ট
--------------



তিরিশবছর আগের ওই দিনটি সুচন্দ্রা আজও ভুলতে পারেনি। বি এডের রেজাল্ট আনতে গিয়েছিল সে।
--'এতদিন পরে এসেছ? রেজাল্ট তো গতবছর বেরিয়েছে। তুমি কি অসুস্থ ছিলে?' ইউনিভার্সিটির কাউন্টারে বসা ভদ্রলোক জিগ্যেস করেন।
কুণ্ঠা এবং দ্বিধা নিয়ে সুচন্দ্রা জানায়, --'বাইরে থাকি, বোম্বে (মুম্বাই হয়নি তখনও)। বি এড পরীক্ষা দিয়েই বরের বদলির কারণে ওখানে শিফট করে যাই। আসতে পারিনি।
--'তোমার কোনো আত্মীয় নেই কলকাতায়, যাঁকে বলতে পারতে রেজাল্ট জেনে নিতে।'
সুচন্দ্রা ঠোঁটে ঠোঁট চেপে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে।
মার্কশিট হাতে নিয়ে ভদ্রলোক অবাক হয়ে সুচন্দ্রার দিকে তাকিয়ে বলেন, --'গতবছর যাঁরা ৫৯৫ বা তার উপরে পেয়েছিল, প্রত্যেককে ইউনিভার্সিটি ৬০০ করে দিয়েছিল। একটা আবেদন করতে হয়েছিল মার্কশিট হাতে পাওয়ার পর।'
মার্কশিট দেখে সুচন্দ্রা এই প্রথম আগ্রহের সঙ্গে জানতে চায়, --'আমি আবেদন করব?'
ভদ্রলোকটি খুব দরদী গলায় বলেন, --'না মা, আর হবে না। এবছরের রেজাল্ট বেরিয়ে গেছে যে...'
একজন প্রৌঢ় এবং একজন যুবতি মেয়ে উভয়ে উভয়ের দিকে তাকিয়ে নীরব হয়ে যায়। সুচন্দ্রা শেষবারের মতো তার প্রিয় ইউনিভার্সিটি ছেড়ে বেরোতে উদ্যত হয়। মার্কশিটের ৫৯৮ নম্বরের দিকে আর একবার তাকিয়ে, হ্যান্ডব্যাগে যত্ন করে রেখে দেয়। নীরবতা ভেঙে ভদ্রলোক জিগ্যেস করেন, --'ফার্স্ট ডিভিশন তুমি কখনও পেয়েছ?'
সুচন্দ্রা হালকা হেসে মাথা নেড়ে জানায়, --'না।'
----------------