কবিতা : কালীকৃষ্ণ গুহ,

 







কালীকৃষ্ণ গুহ


পুনর্নির্মাণ
--------------



একসময় শব্দ ফুরিয়ে আসে।
তখন কী করার থাকে?

তখন শুধু নিজেকে প্রশ্ন করার থাকে।

অনুচ্চারিত সব প্রশ্ন।

শব্দহীন প্রশ্ন সব।

তখন মহাকাব্যের গল্প একের পর এক
পুনর্নির্মিত হয়।
শৈশব পুনর্নির্মিত হয়।
ভেঙে যাওয়া প্রেম পুনর্নির্মিত হয়।

তারপর ঘুম পায়...
___