কবিতা : কেতকী বসু

 








কেতকী বসু


অবৈতনিক  আপসে




কলম হীন খাতায় উপচে পড়া কথার ভিড় 
অসংলগ্ন পরিযায়ী শব্দের আপসহীন বাক্য।
খুঁজে ফিরি নিয়ম আর সতর্কতা জারি রাখার বক্তব্য ,
পিছনের দরজায় তখনও ব্যাস্ততার জল্পনা।
ঠিক ভূমিহীন রাজার পরিচয়ে বাঁচার স্বপ্নে 
বিভোর কৌতূহলী কিছু অনামী মানুষের দল,
জানালা ভেদ করে ভিতরে আসতে চায়।



তখনও অলস দুপুরে উদাস থেকে মুক্তির পথ খুঁজি।
বেয়ে যাওয়া পিপড়ে দের সহবস্থানে 
আরো একবার মুগ্ধ  হতে ঘরের বাইরে যাই।
অমূলক প্রচারে বরাদ্দ,আর যত্নের বাহুলতায়
আমিও ভুলে গিয়ে এক হই সীমাহীন আপসে।