গুচ্ছ কবিতা : মধুমিতা চক্রবর্তী

 



মধুমিতা চক্রবর্তী 



রোদ ঝলমল দিন ছিল
তিরতিরে কলমি ফুলের মত একটা মেয়ে
ধানের সাথে দুলছিল তার
প্রজাপতি ওড়না
এরই মধ্যে ফট্ করে
সভ্যতা পিছিয়ে গেল হাজার বছর
কর্মফলের কর্তা মাঠে গরু চরাচ্ছিলেন আর
আমরা বোধ হয়
ভার্চুয়াল লাথি কষাচ্ছিলাম
অত্যাচারীর ঊরুসন্ধিতে  

শহরে নেমেছে রাত্রির দেবারি প্রহর
এরপর ভাত খাবে না কেউ
রাক্ষস বসেছে তার নৈশভোজে
কুড়মুড়িয়ে হাড় চিবোনোর শব্দে খানখান অলোক উদ্যান
চুপিসারে পোড়ানো হল
আরো একটা বিতর্কিত লাশ

সঞ্চালিকা তৈরি  তো? 
যে লোকটা খবর খুলে বসেছে ডিনারে, তার সার্থক হতে হবে দিনের সংগ্রাম।
 ফিকে হ​য়ে আসে যেন সব কালশিটে   নিজেদের;
তীব্র, এত তীব্র করো রঙ
                            মৃত্যুর সংবাদের.....

নৈরাশ্যও  ধূসর না থাকে যেন আর
কালো মানুষ, প্রান্তিক মানুষদের দাঁড় করিয়ে দাও ছবির ফ্রেম বরাবর 

                     প্ৰেক্ষাপটে
দর্শক নিজের রক্তেই
নীল করে নেবে আকাশ