কবিতা : জয়ন্ত চট্টোপাধ্যায়

 








জয়ন্ত চট্টোপাধ্যায়


বিদ্ধ বিহঙ্গ || 

 

সব সংজ্ঞা নির্ভুল নয়


পরিযান শব্দের আগে স্বেচ্ছা বসালেই
একদল সাদা বক ডানা ঝাপটায় না
গাছ ও বাসা শব্দে ঘোর মায়াটান
সান্ত্বনা আর ছলনা যে সহোদরা
বোঝার আগেই মানচিত্র ছিঁড়ে যায়।
রূঢ়ভূমি আর জলভূমি দুটিই বৃক্ষবৎসল
তবুও বিচ্ছেদ খেদ সীমানা কাঁটাতার ভিটে
ছিন্নমূল কলোনির জপমালা
জ্বালার আগুনে কোনো শান্তি নেই
শুধু মন্ত্রের ঘোলাজলে প্রজন্ম ভাসে

স্মৃতিচারণ খুব মানবিক অথচ
মধুমাখা পাথর বা তিরের ফলায়
ভালোবাসা নেই,অমৃতও না
দহন আর ক্ষরণের জ্বালায় অবন্ধু সময়
স্বপ্নমাখা কিছু নকশিকাঁথা পড়ে
চৈত্রের প্রখরে শুধু তেজষ্ক্রিয় ছাই


[] বরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হক-কে নিবেদিত