কবিতা : দুর্গাদাস মিদ্যা





 



দুর্গাদাস মিদ্যা


শব্দের অভিসারে

ভাবলগ্ন থেকে দিন চলে যায়, সকাল সন্ধ্যায়
ছুঁয়ে যায় চাওয়া পাওয়া
ঘুরে ঘুরে ফিরে আসে হাওয়া প্রতিদিন।
তারপর ব্যথা যতসব সাজানো শরীরে 
চিন চিন করে। ধীরে ধীরে এঁকে দেয় বিরহের ছবি।
আর কোনো এক কবি শব্দের অভিসারে
তুলে আনে দিনান্তের প্রতিলিপি ভাবলগ্ন থেকে।
ফেলে যায় বিস্মৃত কিছু কথা যা একদিন লেখা ছিল কবিতার খাতায়।
যায়, দিন চলে যায় সময়ের বহমান স্রোতে
ফিরে আসে না সে, শুধু ভেসে যায় কালের গিরিখাতে।