মধুমিতা চক্রবর্তী
১
ভিটেমাটি টানে কেন এত
কেন ফোন কর সুতনুকা
পুনর্যাপন চেয়ে চেয়ে নষ্ট হয় দিন
পতঙ্গের ঘায়ে নুয়ে পড়া লজ্জাবতী
পুনরায় চোখ মেলে কিভাবে
বরং দেখে নিও আজ।
দিন যায়, সুতনুকা,
সময় ফিরে পাবে না কেউ
ভালোবাসা ফিরে পাবে না
২
শীর্ষ ছুঁয়ে এসে হাত ধুযেছি জলে
নদী সংকোচে সরিয়ে নিযেছে তার গতিপথ।
আমার ফেরার পথে স্তুপীকৃত ছিল ঝরাপাতারা আর গাছেদের গায়ে ছিল ঘর্ষণের দাগ,
আমি শিখরচূড়ায় গেঁথে এসেছি আমার পাহাড়প্রমাণ ভুল
Osadharon
উত্তরমুছুনখুব সুন্দর। বোধের কবিতা।
উত্তরমুছুনদ্বিতীয়টি আমার অপূর্ব লাগল।
উত্তরমুছুন