চন্দ্রদীপা সেনশর্মা
কল্যাণী
-----------
এই ঘন বর্ণ এই অঘোর রূপ
আত্মস্থ করেছি জন্মলগ্ন থেকে
অন্ধকার যে পর্যন্ত
সহ্য করতে করতে আলোর প্রত্যয় হয়ে যায়
শব্দকে রেখেছি জিহ্বা স্পর্শে
মহাকাব্যের আরাধনায়
বহুকাঙ্ক্ষিত রক্তবসনে ঋতুর পুনর্বয়ন
নির্দিষ্ট করেছি
সর্বনাশের রুধির পানে বিচ্ছিন্ন করেছি
নিজেকেই
মহাকালের রথের উপর স্থাপন করেছি পা
ভৈরবকে দিয়েছি স্রোতোবহতায়
যৌবন সংযম যুগপৎ
মহাশূন্যে
আমি প্রথম কামনার সংকেত আমিই লজ্জা
প্রতিবাদের বিবসনা মিছিলের দৃপ্ত শ্রী আমি
আমি ধর্ম সংঘ বিদ্যা সংহার
কল্যাণী আলো তৃতীয় নয়নের
এসো, প্রদীপে সংস্থাপন করো আলো
----------
১ নভেম্বর, ২০২১, দুপুর ২.২৩
ভারি সুন্দর একটা কবিতা।
উত্তরমুছুনরজতকান্তি সিংহচৌধুরী
চমৎকার বললেও কম বলা হবে। এ কবিতার স্পর্শ আলাদাই।
উত্তরমুছুন