তৈমুর খান
বিজ্ঞাপন অন্যকথা
এক একটা গভীর জলাশয়
নারী হয়ে হেঁটে যাচ্ছে
দিনগুলি সাদা রাত্রি হয়ে গেলে
কে হবে জীবনের চাঁদ ?
ফাগুন মাসের জুতো হারিয়ে গেছে
আকাশের ভেজা জামা থেকে মৃত্যুর গন্ধ
স্টেশনে থেমে আছে নীল ট্রেন
আগুন চেপেছে তার বন্ধু ঘাতকের সাথে
ঘুরছে যার যা সামর্থ্য
দেয়াশলাই বাক্স, পেট্রোল, কেরোসিন
নরম তুলোয় শুয়ে থাকা গান
হাসপাতালের মায়ায় চতুর আরোগ্য
মহাজাগতিক বিশ্বে ঝরে পড়ছে এক একটি
বিজ্ঞাপন
অন্যকথা
এখন
গানের কাছে আমার বিকেল নেমে আসছে
নেমে আসছে পাখির ডানার মিহি রোদ
উজ্জ্বল সম্ভাবনাগুলি গড়াচ্ছে রাস্তায়
রাস্তাও সতত সতর্ক কেবল
জলে সূর্যের ভাষায় কোনও অপার্থিব ব্যাখ্যা
বিনীত উচ্চারণ রেখে যায়
আলতা পরা ঢেউ ছোটে নাচের স্কুলে
এখন অরণ্যদেবের কাছে যাওয়ার সময়
এখন সন্ধ্যা নামে পড়শির ঘরে
আমার শৈশব
আলপথ ধরে আমাদের দারিদ্র্য নেমে আসত
বাঁশবন তালবন সারি সারি ধান মেঘ
রোদের আঁচলে লুকোনো সবুজ বাতাস
আমাকে খেতে দিত অবিরাম সাদা কাশফুল
শৈশবের আশ্বিনে উড়ে যেত শারদীয় মন
না-লেখা শব্দেরা বাজত, কখনও ভ্রমর
একাকী হাত ধরে ফিরতাম, নিজেরই হাত
ধানফুলে ঝরে পড়ত ঈশ্বর, মনে হত ভাত
সবচেয়ে ভালো 'আমার শৈশব'
উত্তরমুছুনঅপূর্ব তিনটি কবিতা।
উত্তরমুছুনদারুণ কবিতাগুলি।
উত্তরমুছুনরজতকান্তি সিংহচৌধুরী