কবিতা : সুবর্ণা বর্মন

মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





সুবর্ণা বর্মন


সম্বল


কবিতার মাঝে কবিত্ব ভাব জটাঝাল
ফেরারি বাতাসে ঘাম ঝরে অগত‍্যা
হাড় পাজরে জ্বলে উঠে স্তব্ধতার মরা ডালের হাল।

শান্ত অন্ধকারের বাসায় ডুবে থাকি
দূরের বারান্দায় ঠোঁটের চিত্রলিপি
আঁকি, সম্বলের সহায়তায় জীবন গড়ি।

শত মেঘের মাঝে হারিয়ে ও নিঃশ্চুপ
বেলার আনাগোনায় পথের ঠিকানা খুঁজি
অচেনা কদরে মুখ ভার করে উল্টো পথের হই বিরূপ।

সঙ্গীসাথির খোঁজ নাই বা পেলাম
পোড়া মাটির গন্ধে প্রাণ জুড়াই
নিশির অপেক্ষায় হারমানা শব্দের করি খেলাপ।

দাঁড়ানো জানালায় ছেঁড়া চাদরের  রূপে
অঙ্গে ভাসে রুপালি সোহাগের আদর
যা ছিল সম্বল মুহূর্তের বন্দি দশায় ফন্দি ধূপ।