দুটি কবিতা : জয়শ্রী সরকার

মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন



 



জয়শ্রী সরকার


একালের অর্জুন
     
         
নারীকে কখনো শ্রদ্ধা করেছো ?
দলিত করেছো দিন দিন
নারীরাও জানে প্রতিবাদী হতে
ভুলে যাও তুমি অনুদিন !

নিজেই নিজেকে তুচ্ছ করেছো
উচ্চ আসনে বসিয়ে ,
কেউকেটাদের লেজুড় হয়েছো
পুচ্ছটি শুধু খসিয়ে !

রবিঠাকুরের ' সবলা ' পড়োনি ?
আমিত্বটাকেই জেনেছো ,
অহংকারের নামাবলী গায়ে
নামেরই প্রসাদ মেনেছো !

ফুটো কলসির শব্দ শুনেছো ,
ভরা কলসি কী দেখেছো ?
ফলভারে গাছ নত হয় জানি
সেই সাধনা কী শিখেছো ?

বন্দুকই শুধু করেছো সঙ্গী
কামনার রসে মেতেছো ,
সৈনিক তুমি হওনি কখনো
সেনাপতিটাই সেজেছো ! 

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


 শখের বাগানকে
     
শখের বাগানে ফুল চাষ করো
হুলগুলো রেখো সামলে
হায়নার মতো নখর হয়ে তো
ঝাঁপিও না আর হামলে !

পিপাসার জল নিংড়াতে সব
করে যাও শুধু কর্ষণ ,
কী বলে এটাকে জানো কী ?
পরিভাষাতে ধর্ষণ !

অশ্রুনদীতে ছল ছল নারী
হাঙরের রূপে তুমি
ভেবেছো কখনো ? এ-নারী যোনি
তোমারই জন্মভূমি !

একদিন জেনো , সব অমানিশা
কাটবেই ঘোর প্রতিবাদে ,
নরাধম যত পিশাচ-শকুন
পড়বেই ওই আঁধার খাদে !

এসো তবে আজ হুঙ্কার তুলি
প্রতিবাদের এই মঞ্চে
ফুল-মালা নয় , শানিত অস্ত্রে
নারী-জাগরণ ধন-চে !

মুখের আড়ালে মুখোশের হাসি
অট্টহাসিতে খিল খিল ,
কতই হাসবে ? বন্ধ হবে তো
আস্ফালনের যত ঢিল !

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^