কবিতা : গোলাম রসুল

মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





গোলাম রসুল


একটি ক্ষয়িষ্ণু পাথরের থাবা


একটি ক্ষয়িষ্ণু পাথরের থাবা
মলমের প্রলেপ দেওয়া আকাশ
সূর্য রশ্মি টেনে রেখেছে

সত্যি  আমি বুঝতে পারি নি কিভাবে কয়লাগুলো জমিয়ে  রেখেছিলাম আমার  গোড়ালিতে
আমি রাত কাটাই বিস্ময়ের গলিতে
যার দুটো মুখ খোলা আর সেখান থেকে পর পর বেরিয়ে যায়  কয়লা বোঝাই গাড়িগুলো

আমার চোখে পুড়ছে একটি  তেলের ড্রাম
একটি মরুভূমিকে আমি খরচ করে ফেলেছি

আর যেখানে একাকার হয়ে গেছে জীবন
যারা উঠে আসতে চাইছে আরো গভীর থেকে কিভাবে আমি বিচ্ছিন্ন করবো তাদের

আমি হারিয়ে গেছি
ফিরে এসেছি অদৃশ্য হয়ে
 ------------------------------