কবিতা : সুবল দত্ত

মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 







সুবল দত্ত



কী যে কষ্ট 

(১)

চন্দনে চন্দন ঘষো স্মৃতি হোক সুধাময় মা

এছাড়া উপায় নেই সাম্যবাদ রুদ্রাক্ষের মালা হয়ে গেছে

হোল থিং ইজ দ্যাট কি পৃথিবীতে সব কিছুই বিবর সুবাস

এদিকে শ্বাশ্বত লোহার বাটখারা ধীরে ধীরে ছোট করছে ধনী

 

কথা বলা পড়া শোনা ভাবা আর ভয়

ওসব কিছুই হচ্ছে না শুধু মুহুর্মুহু নানান ক্ষিদে পাওয়া

এছাড়া কি জানিস রে তুই? তোর মৃত্যু ছিঁড়ে খাচ্ছে নানা ইনশিওরেনস

 

আজকাল ঠিকমতো ঘুমও পায় না

মানুষের কি যাতনা ঠিক মতো কথাও বলে না

নিজেই জানে না তার কি বক্তব্য, আর এদিকে

টন টন ইলিশেরা ডিম পাড়ার আগেই মধ্যবিত্ত হাপিস করছে   


(২)

যাদের পিছুটান তারা ওইসব বিশেষণে মজে যাক

আগে নিজেকে নিজের সাথে লড়তে হবে

বুঝতে হবে স্বখাত সলিল              

তারপর নাহয় দলগত বোধ  

তোমরাও বুঝে নাও কি এমন মধুময় আলট্রা সন্ত্রাস

মালিক সমূহ পয়েণ্ট ব্ল্যান্ক রেঞ্জে ঠিক দুই ভুরুর মাঝে

আজ্ঞাচক্রে ফায়ার করছে বিশেষণ

বোধ অঙ্কুরিত হবার আগেই ভেজায় ঢুকছে রসায়নিক সন্ত্রাস

যাদের আপাত পিছুটান,তারা বুঝুক আজকাল পৃথিবীতে

খাদ্য খাদকের মাঝে খুব একটা প্রতিক্রিয়া নেই

সবই অনায়াস তাই চিনে নাও

যে হনন মুদ্রায় থাকে তার এবং যার গলা অব্দি দায়দায়িত্ব

সবারই মাথায় ঘুরছে বনবন নানা বিশেষণ