কবিতা : প্রকাশ ঘোষাল

মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 




প্রকাশ ঘোষাল 


আজন্ম উচ্চতা মাপছি 


আজন্ম উচ্চতা মাপছি। 
অটোমেশন পর্ব ছড়িয়ে পড়েছে শরীরের উপত্যকায়,
এখন প্লাজমায় কথাবার্তা শুরু হলেই
ইউরেনাস থেকে ছুটে আসবে বোবার টিকা-করণ কর্মসূচি 
তারপর-
হাতে হাতে শুভেচ্ছা বিনিময়। 

এদিকে লাবডুব চালানো মেশিন নিয়ে অপেক্ষা করছে 
টিউশন ফেরা স্মার্টফোন। 
কিছু উদাস বসন্তের কাজ নেই বলে 
স্টেশনেই সেরে নিচ্ছে কয়েক জন্মের ঘুম।

পৃথিবীর সমস্ত ট্রেন আজ কারশেডে দাঁড়িয়ে,
স্থিতিশীলতার চাহিদা ক্রমশ বাড়ছে,
সারাগায়ে আঁকা হা-অন্নের জলছবি, মাঠময় চাঁদের খোলস। 

রাত ভর্তি আলজিভ থেকে একের পর এক কঙ্কাল ছায়া 
ছুটে যাচ্ছে শ্মশানের দিকে।