কবিতা : বর্ণালি বিশী

মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





বর্ণালি বিশী


আলোর ভ্রুণ


একপায়ে  দাঁড়িয়েও  এক একটি  মহীরুহ  বয়ে চলে   হাজারো  পুরাণ -
 শিকড়ে   মজুত থেকে যায়  মন্ত্রমুগ্ধ কতশত  সকাল -
অপেক্ষার  কোলে  জিরিয়ে পড়া হতবাক কোনো  বিকেল ;
ধাঁধানো শিশু চোখের ধাঁধায় জড়িয়ে ধরে আষ্টেপৃষ্টে বিস্ময় -ও!
নদীর বাঁক  বদলের ইতিবৃত্ত প্রতিনিয়ত   যেভাবে লিখে চলে নদীর পাড়
ক্রমে ক্রমে ঝাপসাও  হতে থাকে  
স্মৃতি-স্মরণি...
ভার্চুয়ালে ব্যস্ত  মেঘবালিকাদের
একাকিত্বের  ঘনত্ব ক্রমশ ঘনীভূত হতে হতে
পড়ে থাকে  কেবল নিয়মের শূন্য বারান্দা 
এই শূন্যতা কি খুঁজবে একদিন  একটা হাতের  ছোঁয়া  ?
কেননা একটা প্রাণই পারে নতুন  আলোর ভ্রূণ আনতে!