কবিতা : রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

 






রাজশ্রী বন্দ্যোপাধ্যায় 


ম্যানিকুইন

১) ম্যানিকুইনের গায়ে সভ্যতার ছাল বাকল জড়িয়ে আছে

দোকানে খরিদ্দারেরা পয়সার বিনিময়ে সভ্যতা কিনছে
কার্পেটের ওপর গত সন্ধ্যার ককটেলের দাগ এখনও স্পষ্ট 
ব্যাগ খুলে দেখি সভ্যতার বাসি টুকরো থেকে দুর্গন্ধ বেরচ্ছে৷



২) ম্যানিকুইনের গা থেকে অসংখ্য রঙ উড়ছে বাতাসে
ওরা ধীরে ধীরে প্রজাপতি হয়ে যাচ্ছে 
চয়ের পেয়ালায় সেকুলারিজম মিশিয়ে দেওয়া হচ্ছে
ওরা সকলে ভারতের জাতীয় পতাকা জড়িয়ে নিয়েছে গায়ে
শত্রুরা  সিঁধ কাটছে পালাবে বলে৷


৩) ম্যানিকুইনের ভেতর থেকে একটা রাস্তা বেরিয়ে আসছে
রাস্তাটাকে ক্রমে দাবার বোর্ডের মত দেখাচ্ছে  
আমরা বোড়েদের মত একে অন্যের দিকে অস্ত্র ছুঁড়ছি
 একে একে কাটা পড়ছে আমাদের হাত পা
 রাজারা আমাদের কাটা হাত পা নিয়ে মিছিল করছে মিটিং করছে
এখন আমাের নাম বদলে রাখা হয়েছে শহীদ৷