কবিতা : জয়ন্ত চট্টোপাধ্যায়

 





জয়ন্ত চট্টোপাধ্যায়


দূরবিন ও জেন মারপল 

কলম্বাসের দূরবিনে যে আকাশফুলেরা ভাসে তাদের গায়ে
অদ্ভুত ভাঙাচোরা গন্ধ। আকাশে কী হিম নেই? শিউলি রজনীগন্ধা বা বেলফুল?
কারণ খুঁজতে গিয়ে ভাবি ভাঙাচোরাওলার কাছে পাওয়া যন্ত্রে আর কোন গন্ধই বা সম্ভব!

তারাদের এক একটা নাম রাখি বেনীআসহকলা .......
নীল ও লালের চোখে মগ্নচিকন লিভ ইন লেখা। সাদা ও কালোর চোখে
সতীনবৈরিতা। বেগুনি আসমানীর বাল্যের টান। কিশোরী সবুজ ও কমলা
আগামীর রসে বেশ মাখোমাখো। আর হলুদ একাই বসে জেন মারপল
উলের কাঁটায় মাপে ওদের গোপন।

দূরবিনে সব লেখা। প্রেম প্রতিশ্রুতি অভিমান খুনসুটি বিবাদ ও সমাধান
সব কিছু। এতদিনে কলম্বাস আর মারপলের সাফল্যের রসায়ন মিলে যায়।