কবিতা : তিতাস বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





তিতাস বন্দ্যোপাধ্যায়


আগুন-বালির গল্প
----


গল্প ক্ষয়ে যেতে দেখি-
আগুনে-বালিতে।
চামড়া পুড়ে কালো...

কালোর গভীর খুঁড়ে, 
এ কী তুলে আনলে তুমি?

গল্প শেষ হয়ে আসছে।

উপসংহার আন্দাজ করে 
শিশুটির মাথা 
বয়ঃজ্যোষ্ঠার কোলে শরৎ-শিউলির মতো নিরাপদে ঝুঁকে গেল।

আগুনে, 
বালিতে -
গল্প থেকে যাচ্ছে।